Wellcome to National Portal
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুলাই ২০২৪

সেবা সহজিকরণের তালিকা

ক্রম

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম

সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবার লিংক

 

সেবা চালুর বছর

মামলা সফ্‌টওয়্যার

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার চলমান/অনিষ্পন্ন মামলার তথ্যাদি এ বিভাগের তথ্য বাতায়নে হালনাগাদ করার নিমিত্ত ‘মামলা’ নামক একটি সফট্‌ওয়্যার প্রস্তুত করে তার লিংক এ বিভাগের তথ্য বাতায়নে সংযুক্ত করা হয়েছে। উক্ত সফট্‌ওয়্যারটির মাধ্যমে এ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার চলমান/অনিষ্পন্ন মামলার তথ্যাদি এ বিভাগের তথ্য বাতায়নে হালনাগাদ করা হচ্ছে। 

http://grs.ptd.

gov.bd/courtcase/

case_search_public

২০১৫ সাল থেকে কার্যকর আছে

ডিজিটাল মিটিং নোটিশ বোর্ড সফট্‌ওয়্যার

 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী ও সচিব এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সকল সভার নোটিশসমূহ ডিজিটাল মিটিং নোটিশ বোর্ডে আপলোড করা হয়। এক্ষেত্রে মাননীয় মন্ত্রী ও সচিব এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভাসমূহের তথ্য পূর্বেই অবগত হওয়া যায়

http://grs.ptd.gov.bd

/meeting/live/

২০১৯ সাল থেকে কার্যকর আছে

‘Digital Assignment’ সফট্‌ওয়্যার

(ক) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা হতে পত্র আসার পর হার্ডকপিতে মনোনয়ন দিয়ে মোবাইলের মাধ্যমে উক্ত কপিটির ছবি তুলে ‘Digital Assignment’ সফটওয়্যারে আপলোড করে মনোনয়নকৃত কর্মকর্তার নিকট প্রেরণ করা যাবে;

(খ) মনোনয়নকৃত কর্মকর্তার যদি একই দিনে একাধিক সভা থাকে অথবা অসুস্থ থাকেন অথবা বিশেষ জরুরী প্রয়োজনে সভায় উপস্থিত হতে না পারেন তাহলে তার কারণ উল্লেখ করে উক্ত ম্যাসেজ টি ডিসকার্ড/রিজেক্ট করতে পারবেন। এক্ষেত্রে মনোনয়নকারী কর্মকর্তার কাছে অ্যাপস অথবা মোবাইল ফোনের মাধ্যমে একটি ডিসকার্ড/রিজেক্ট মেসেজ যাবে;

(গ) মনোনয়নকারী কর্মকর্তা পুনরায় কর্মকর্তা মনোনয়ন করে একইভাবে মেসেজ প্রেরণ করতে পারবেন;

(ঘ) মনোনয়নকারী ও আমন্ত্রণকারী উভয় কর্মকর্তার একাউন্টে আমন্ত্রণ/ডিসকার্ড সম্বলিত সকল নোটিফিকেশন Show করবে;

(ঙ) আমন্ত্রণকারী সফট্‌ওয়্যারে থাকা Contact List -এর যে কোন ব্যক্তির সাথে সফট্‌ওয়্যারের সাহায্যে ‘Digital Assignment’ to ‘Digital Assignment’ অথবা Third-party মোবাইল অ্যাপস যেমন- ‘Viber’ ও ‘Whatsapp’ -এ বার্তা প্রেরণ অথবা কথোপকথন করা যাবে।

(চ) সচিব মহোদয় সফটওয়্যার এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে কর্মকর্তাগণের প্রতিদিনের অবস্থান সম্পর্কে সহজে অবগত হবেন এবং এর ফলে ডিজিটাল পদ্ধতিতে সুষ্ঠুভাবে অফিস ব্যবস্থাপনা করা যাবে। উদ্ভাবনকৃত ‘Digital Assignment’ -এর সকল কাজ অনলাইনে সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়াটি সহজ এবং সময়ের সাশ্রয় হবে। 

https://play.google.

com/store/apps/details?

id=com.mptit.

eappointment

২০২২ সাল থেকে কার্যকর আছে

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষ ডিজিটাইজেশন

ডাক ও টেলিযোগাযোগ সভাকক্ষে ইন্টেরিওর ডিজাইনসহ সভাকক্ষের ডান ও বাম দেয়ালে দুইটি ৪৩˜ (ইঞ্চি) মনিটর, সভাপতির টেবিলে ২১˜ (ইঞ্চি) মনিটর এবং ৯৫˜ (ইঞ্চি) এলইডি মনিটরসহ তিনটি পিটিজেট (PTZ) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও অত্যাধুনিক Conference System স্থাপন করা হয়েছে। সভা কক্ষটি ডিজিটাইজেশন করার ফলে নিম্নোক্ত সুবিধা পাওয়া যাবে:

১) PTZ ক্যামেরার মাধ্যমে সভাকক্ষটি সম্পূর্ণভাবে প্রদর্শিত হয়

২) সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণের বক্তব্য প্রদানের সময় আলাদাভাবে তাদের অটোফোকাস করে

৩) সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ একই নেটওয়ার্ক ব্যবহার করে স্ব-স্ব মোবাইল বা ল্যাপটপ এর মাধ্যমে স্কীন শেয়ার করে Smart Presentation উপস্থাপন করা যাবে।

 

২০২২ সাল থেকে কার্যকর আছে

বদলী সফট্‌ওয়্যার

“বদলী” সফট্‌ওয়্যারের মাধ্যমে ২য়, ৩য়  ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আন্তঃশাখা বদলীর বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। ৩ বছর/ ৫ বছর অতিবাহিত হলে সচিব/ অতিরিক্ত সচিব প্রশাসন/ যুগ্ম সচিব প্রশাসন মহোদয়দের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা/ মেসেজ যাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইচ্ছা পোষণ করলে পুনরায় বদলীর আদেশ জারির মাধ্যমে যে কোন শাখায় যে কোন কর্মচারীকে পদায়ন করা যায়। এছাড়াও ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের PMIS (Personal Management Information System) এর মাধ্যমে খুব সহজে তাদের তথ্য-উপাত্ত সংরক্ষণ করা যায়।

http://104.251.223.239:

8080/ptd_transfer/

২০২২ সাল থেকে কার্যকর আছে

ডিজিটাল শিডিউলার সফট্‌ওয়্যার

ডাক ও টেলিযোগাযোগ  বিভাগে সচিব মহোদয় ও উইং প্রধানসহ সকল কর্মকর্তার দৈনিক কর্মসূচি (Daily Program) বর্তমানে ম্যানুয়ালী প্রস্তুত করা হয়ে থাকে। ম্যানুয়ালী প্রস্তুতের ফলে সকলের দৈনিক কর্মসূচি একত্রে জানা সম্ভব হয় না। তাছাড়া কর্মসূচি পরিবর্তনের ক্ষেত্রে  হালনাগাদ করার প্রয়োজন হয়। এ সকল সমস্যা সমাধানকল্পে একটি সফটওয়্যার তৈরী করা হয়েছে। সফটওয়্যার তৈরীর ফলে সচিব মহোদয়সহ সকল কর্মকর্তার দৈনিক কর্মসূচি সংশ্লিষ্ট সকলেই প্রস্তুত করাসহ ওয়েবসাইটে দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন সভায় প্রতিনিধি হিসেবে কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে দ্বৈততা পরিহারের সুযোগ রয়েছে। এতে সভাসমূহে কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণ সুনিশ্চিত করা সম্ভব হবে। এ সকল বিষয়সমূহ সহজ করার লক্ষ্যে  'ই-গভর্নান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা'র কর্মসম্পাদন সূচক ১.১.১ এর আওতায় “ডিজিটাল শিডিউলার” নামে একটি সফটওয়্যার তৈরী করা হয়েছে। ইতোমধ্যে সফটওয়্যারটির লিঙ্ক এ বিভাগের ওয়েবসাইটে (https://ptd.dpgovbd.com/) স্থাপন করা হয়েছে।

https://ptd.dpgovbd.

com

২০২৩ সাল থেকে কার্যকর আছে

বিপিসিডিএস সফট্‌ওয়্যার

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন ডাক অধিদপ্তরের ডাক ক্যাডার কর্মকর্তাগণের ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত তথ্যের কোন ডিজিটাল তথ্যভান্ডার (ডেটাবেজ) নেই। ডাক কর্মাকর্তাগণের ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত তথ্যসমূহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে প্রশাসনিক মন্ত্রণালয় তথা এ বিভাগের ডাক ক্যাডারের কর্মকর্তাগণের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণের অধিকাংশ ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা হয় ও জটিলতা সৃষ্টি হয়। এছাড়া, কর্মকর্তাগণের তথ্যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, হালনাগাদ তথ্য পাওয়া যায় না, স্বচ্ছতার অভাব দেখা দেয়, হার্ড নথি হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং সময় ও অর্থের অপচয় হয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক ‘বিসিএস ডাক ক্যাডারগণের ডাটাবেজ ব্যবস্থাপনা (বিপিসিডিএস)’ নামক সফট্‌ওয়ার প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘বিপিসিডিএস’ সফ্‌টওয়্যার ডাক ক্যাডারগণের বিষয়ে সঠিক, তড়িৎ ও যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার পাশাপাশি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিতের মাধ্যমে ডেটা ড্রিভেন (তথ্য-উপাত্ত ভিত্তিক) সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। রিয়েল টাইম তথ্য হালনাগাদের মাধ্যমে তথ্য স্বচ্ছতার অভাব দূরীভূত হবে। ‘বিপিসিডিএস’ সফট্‌ওয়্যারে অনেকগুলো মডিউল রয়েছে যেখানে প্রথমে এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে কর্মকর্তাগণের প্রাথমিক তথ্য সফট্‌ওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে। কর্মকর্তাগণের ব্যক্তিগত তথ্য, পারিবারিক তথ্য, ঠিকানা সংক্রান্ত তথ্য, চাকরি সংক্রান্ত তথ্য, শিক্ষা সংক্রান্ত তথ্য, বিশেষ গুণাবলি, প্রশিক্ষণ, বেদেশ ভ্রমণ ও বিভাগীয় মামলা বিষয়ক মডিউল রয়েছে।

http://bpocams.bdpost.

gov.bd/user/login

২০২৪ সাল থেকে কার্যকর আছে